গরমে সানস্কিনের ব্যবহার

0
64
ত্বকের উজ্জ্বলতা-কোমলতা নষ্ট হয়টার্ম মুছে ফেলুন: বেগুনি রশ্মি ‘বি’ বেগুনি রশ্মি ‘বি’টার্ম মুছে ফেলুন: সান প্রটেকশন ফ্যাক্টর সান প্রটেকশন ফ্যাক্টরটার্ম মুছে ফেলুন: ত্বক কালো ত্বক কালোটার্ম মুছে ফেলুন: অ্যালার্জিজনিত অ্যালার্জিজনিতটার্ম মুছে ফেলুন: জ্বালাপোড়া জ্বালাপোড়াটার্ম মুছে ফেলুন: চুলকানি হতে পারে চুলকানি হতে পারেটার্ম মুছে ফেলুন: তৈলাক্ত তৈলাক্তটার্ম মুছে ফেলুন: ব্রণ বা কালো দাগ আছে ব্রণ বা কালো দাগ আছে
গরমে সানস্কিনের ব্যবহার

সূর্যের অতি বেগুনি রশ্মি ‘বি’ আমাদের ত্বকের নানাবিধ ক্ষতি করে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা-কোমলতা নষ্ট হয়। সানস্কিনের মধ্যে রয়েছে সান প্রটেকশন ফ্যাক্টর। এটি বিভিন্ন অনুপাতের হয়ে থাকে, যেমন- ১৫, ৩০, ৪৫, ৫০ থেকে ৬০ পর্যন্ত।

সান প্রটেকশন ফ্যাক্টর কী :

মনে করুন আপনি রোদে দাঁড়িয়েছেন। যদি এমন হয় যে, ১০ মিনিট দাঁড়ালেই আপনার ত্বক পুড়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে যদি এসপিএফ ১৫ সানস্কিনটি ব্যবহার করেন সে ক্ষেত্রে ১০x১৫ = ১৫০ মিনিট আপনি অনায়াসেই রোদে থাকতে পারবেন।

অর্থাৎ এই ১৫০ মিনিট সূর্য রশ্মি আপনার ত্বককে ক্ষতি করতে পারবে না। ত্বকের রং যত সাদা হবে অর্থাৎ মেলানিন যত কম থাকবে ত্বক তত বেশি সূর্য রশ্মির প্রতি নাজুক হবে। যাদের ত্বক কালো তাদের এসপিএফ ৮-১৫ পর্যন্ত ব্যবহার করলেই চলে।

কারা ও কখন সানস্কিন ব্যবহার করবেন :

শুধু গ্রীষ্ম নয় শীত এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। ত্বকের রং যেমনই হোক না কেন ত্বক ভালো রাখতে সবারই বিভিন্ন মাত্রার সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয়। ত্বক সূর্যালোকে যেখানে উন্মুক্ত হয় সেখানেই সানস্ক্রিন মাখতে হবে।

রোদে যাওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা ভালো। কারও কারও এটি লাগানোর ফলে অ্যালার্জিজনিত উপসর্গ যেমন জ্বালাপোড়া কিংবা চুলকানি হতে পারে। সেজন্য তৈলাক্ত বা শুষ্ক মুখ কিংবা ব্রণ বা কালো দাগ আছে এমন ত্বকের জন্য কোনো সানস্ক্রিন উপযুক্ত আপনার চিকিৎসকই বলে দেবেন।

ডা. দিদারুল আহসান                                                                                                                  ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ                                                                                                            আল-রাজী হাসপাতাল, ফার্মগেট                                                                                                        দৈনিক যুগান্তর ,১৬ জুলাই ২০১৮

LEAVE A REPLY