ব্রোকলির স্বাস্থ্যগুণ

0
33
এন্টিঅক্সিডেন্ট ভিটামিন সিটার্ম মুছে ফেলুন: ত্বকের ত্বকেরটার্ম মুছে ফেলুন: দৃষ্টিশক্তি বর্ধনে দৃষ্টিশক্তি বর্ধনেটার্ম মুছে ফেলুন: ভিটামিন কে ভিটামিন কেটার্ম মুছে ফেলুন: ভিটামিন ভিটামিনটার্ম মুছে ফেলুন: ভিটামিন সি ভিটামিন সিটার্ম মুছে ফেলুন: ব্লাড প্রেসার ব্লাড প্রেসারটার্ম মুছে ফেলুন: ব্রোকলি ন্যাচারাল ব্রোকলি ন্যাচারালটার্ম মুছে ফেলুন: ব্রোকলি ব্রোকলিটার্ম মুছে ফেলুন: পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়াটার্ম মুছে ফেলুন: স্বাস্থ্যগুণ স্বাস্থ্যগুণটার্ম মুছে ফেলুন: ফাইবার ফাইবার
ব্রোকলির স্বাস্থ্যগুণ

বর্তমানে ব্রোকলি আমাদের কাছে অতি পরিচিত একটি সবজির হয়ে উঠেছে। এখন রান্নাসহ অনেক ক্ষেত্রেই এর ব্যবহার বেড়েছে। জেনে নিন এর সবজিটির স্বাস্থ্যগুণ।

* ব্রোকলিতে রয়েছে অধিক পরিমাণে পটাশিয়াম, যা স্নায়ুতন্ত্রের রক্ষণাবেক্ষণ করে একে সুস্থ আর রোগমুক্ত রাখে। তাছাড়া আমাদের পেশির নিয়মিত বর্ধনকে ত্বরান্বিত করে। অপটিমাল ব্রেইন ফাংশন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এর ভূমিকাও অপরিসীম।

* এতে ম্যাগনেশিয়াম আর ক্যালশিয়ামও রয়েছে, যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে।

* ব্রোকলিতে এতো উচ্চ পরিমাণে ভিটামিন কে এবং ক্যালশিয়াম থাকে, যা হাড়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে।

* ব্রোকলিতে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার আমাদের পরিপাকে কল্যাণকর ভূমিকা পালন করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

* এটি ভিটামিন এ এর ভালো উৎস হিসেবে কাজ করে। দৃষ্টিশক্তি বর্ধনে ভিটামিন এ অতি জরুরি।

* এন্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সমৃদ্ধ ব্রোকলি ন্যাচারাল ফরমে খেলে, অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রোদ আর দূষণের কারণে ত্বকের যে ক্ষতি হতে পারে, ব্রোকলি তা থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাছাড়া রিংকেলজনিত সমস্যা দূর করে ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে কোনো ধরনের ক্ষতি ছাড়াই।

পার্শ্বপ্রতিক্রিয়া: অধিক নাজুক ত্বকে ব্রোকলি ব্যবহারে এলার্জিজনিত কারণে র্যাশ দেখা দিতে পারে। তাই ব্রোকলিতে এলার্জি থাকলে ত্বকে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

দৈনিক সংগ্রাম,২১ জুলাই ২০১৮

LEAVE A REPLY