ঘর সাজাতে বিবেচ্য

0
40

বিছানা বনাম ‘সোফা-কাম-বেড’

শহুরে বাসায় জায়গার বড় অভাব। একটা বিছানা আর সোফা অনেকটা জায়গা খেয়ে ফেলে। তাই দুটির কাজ একটিতেই সেরে ফেলতে একটি ‘সোফা-কাম-বেড’ কেনার সিদ্ধান্ত নেয় অনেকে। কিন্তু এতে হিতে বিপরীতও হতে পারে। প্রথম কথা হলো, এটাতে ঘুমানো স্বাস্থ্যকর নয়। ঘুমটাকে অবহেলা করা উচিত নয়।

সংরক্ষণের পাত্র লেবেলিং করা

ঘরের অনেক জিনিসই বাক্সে ভরে রাখতে হয়। বিশেষ করে রান্নাঘরে তো কথাই নেই। একগাদা মসলা-পাতি ছাড়াও জিনিসের অভাব নেই। কিছু একটা খুঁজতে গিয়ে সব এলোমেলো না করতে চাইলে লেবেলিং করতে হবে। কোনটায় কী আছে তা অবশ্যই লিখে রাখুন।

প্লাস্টিকের ব্যাগ সংরক্ষণ

বাড়ির গৃহিণীরা প্লাস্টিক বা চটের ব্যাগগুলো রেখে দিতে পছন্দ করেন। এগুলো আসলে যেকোনো সময় কাজে লাগে। বাজারে যেতে বা অন্য কিছু নিতে হঠাৎ লেগে যায়। কিন্তু এসব গুছিয়ে রাখারও নিয়ম আছে। এগুলো কোনো একটি নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে।

বাথরুমের আয়না

বাড়ির সব আয়না ঝকঝকে থাকলেও এই এক জায়গায় আয়নায় খুব দ্রুত দাগ পড়ে যায়। আসলে এগুলো পানি আর বাষ্পের দাগ। তাই বাথরুমে বড় আকারের আয়না লাগাতেই হয় না। এটা পরিষ্কার করা ব্যাপক ঝক্কি হয়ে ওঠে।

LEAVE A REPLY