পিরিয়ডের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

0
38
টার্ম মুছে ফেলুন: ম্যাগনেশিয়ামর ঘাটতি দূর করুন ম্যাগনেশিয়ামর ঘাটতি দূর করুনটার্ম মুছে ফেলুন: ওষুধে বরং ক্ষতি ওষুধে বরং ক্ষতিটার্ম মুছে ফেলুন: গোসল গোসলটার্ম মুছে ফেলুন: পেট মাসাজ পেট মাসাজটার্ম মুছে ফেলুন: সুগন্ধী থেরাপি সুগন্ধী থেরাপিটার্ম মুছে ফেলুন: যোগব্যায়াম যোগব্যায়াম
পিরিয়ডের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

ঋতুস্রাবের সময় প্রায় প্রতিটি মেয়েরই শরীরে নানা ধরনের ব্যথা হয়। আর সেসব ব্যথা লাঘবের জন্য তারা নানা ওষুধও সেবন করে থাকেন। তবে ওষুধ ছাড়াও কিন্তু সেই সময়ে সুস্থ থাকার বিকল্প ব্যবস্থা রয়েছে।

 আসুন জেনে নিন ওষুধ ছাড়াই পিরিয়ডের ব্যথা দূর করার উপায়।

ওষুধে বরং ক্ষতি

পিরিয়ডের সময় কিংবা কারো কারো ক্ষেত্রে তার আগেই তলেপেটে, মাথায়, কোমরে বা পায়ে ব্যথা হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক। তাছাড়া কারো কারো বমিভাবও। সব মিলিয়ে শরীরে হয় এক অস্বস্তিকরভাব। অনেকেই ব্যথা থেকে মুক্তি পেতে ওষুধ সেবন করেন। তবে নিয়মিত ট্যবলেট সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

গোসল

উষ্ণভাব বা কুসুমগরম পানি জরায়ুর পেশীগুলোকে একটু ঢিলা করতে সাহায্য করে। তাই বাথটবে কুসুম গরম পানিতে ল্যাভেন্ডার ফুলের পাপড়ি ছেড়ে দিন। এবার টবে ২০ মিনটের একটি বাথ নিন, এতে যে শুধু পেট ব্যথাই কমবে, তা নয়, কোমর ব্যথাও পালিয়ে যাবে।

আরও জানুন ঃ যেসব কারণে বাড়ে স্তন ক্যান্সারের ঝুঁকি

পেট মাসাজ

চিত হয়ে শুয়ে পড়ুন। এবার বালিশ নিয়ে সেটাকে হাঁটুর নীচে দিয়ে পেট এবং নাভির ওপর ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার মাসাজ করুন।

সুগন্ধী থেরাপি

মাসিকের ব্যথায় গোলাপ ফুলের তেলের উপকারিতার কথা অনেকেই জানেন না। ৩ থেকে ৪ ফোঁটা গোলাপের তেল মেখে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এতে ধীরে ধীরে বমিভাব দূর হয়ে মন-মেজাজ ভালো করে দেবে। কারণ, পিরিয়ডের সময় বা তার আগে ও পরে হরমোনজনিত কারণে নানা ব্যথার সময়ে মেজাজ যে খিটখিটে থাকে তা বলাই বাহুল্য।

যোগব্যায়াম

শিশুদের মতো হামাগুড়ি দেয়ার মতো করুন। এবার নিতম্ব পায়ের গোড়ালিতে রেখে কপাল রাখুন মেঝেতে। হাতদুটো সামনের দিকে সোজা করে ৩০ সেকেন্ড রাখুন। এভাবে কয়েকবার করলে পুরো শরীরেই অনেক আরাম বোধ হবে।

ম্যাগনেশিয়ামর ঘাটতি দূর করুন

শরীরের ম্যাগনেশিয়ামের অভাবেও অনেক সময় নানা রকম ব্যথা হয়ে থাকে। তাই ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করতে কলা, সূর্যমূখী ফুলের বিচি এবং শষ্যদানা সমেত নুডলস খেতে পারেন।

দৈনিক যুগান্তর, ১৮ অক্টোবর ২০১৮

LEAVE A REPLY