ঈদের খাবার কেমন হবে

0
87
পেটের সমস্যাটার্ম মুছে ফেলুন: উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপটার্ম মুছে ফেলুন: ডায়াবেটিস ডায়াবেটিসটার্ম মুছে ফেলুন: হৃদেরাগ হৃদেরাগটার্ম মুছে ফেলুন: মিষ্টি-মণ্ডা মিষ্টি-মণ্ডাটার্ম মুছে ফেলুন: চর্বি চর্বিটার্ম মুছে ফেলুন: শরীরের ওজন বাড়ে শরীরের ওজন বাড়েটার্ম মুছে ফেলুন: কোমলপানীয় ও মিষ্টি একেবারে কমিয়ে খেলে ভালো কোমলপানীয় ও মিষ্টি একেবারে কমিয়ে খেলে ভালোটার্ম মুছে ফেলুন: অতিরিক্ত ক্যালরি কমিয়ে নিতে হবে অতিরিক্ত ক্যালরি কমিয়ে নিতে হবেটার্ম মুছে ফেলুন: ব্যায়াম বা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিতে হবে ব্যায়াম বা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিতে হবে
ঈদের খাবার কেমন হবে

আসছে ঈদে আনন্দ ও উৎসবের মধ্যে অনেকের অতিভোজন হয়ে যায়। মিষ্টি-মণ্ডা ও চর্বি থেকে এসবের বাহুল্য ঘটে দিন-রাতের খাওয়ায়। এতে শরীরের ওজন বাড়ে। সামনে ঈদ, মাংস কম-বেশি খাওয়া তো হবেই। তবে উৎসবে রয়েসয়ে খেলে বাঁচে শরীর।

ঈদে গরু, খাসি ও অন্যান্য পশুর মাংস খাওয়া হয়ে থাকে। সমস্যা হল তাদের- যাদের পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদেরাগ আছে কিংবা যারা এসব রোগের প্রাক-পর্যায়ে রয়েছে

পরিমিতি বোধ যেখানে রসনা সংবরণ করতে পারে, সেখানে আর ভয়ের কিছু নেই। মাংসে তেল বা ঘিয়ের পরিমাণ কমিয়ে দিলে ভুনা গোশতের বদলে শুকনো কাবাব করে খেলে, কোমলপানীয় ও মিষ্টি একেবারে কমিয়ে খেলে ভালোই থাকা যায়।

সেই সঙ্গে হালকা ব্যায়াম বা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শরীর থেকে অতিরিক্ত ক্যালরি কমিয়ে নিতে পারলে আরও ভালো। এছাড়া তরকারির ঝোল থেকে গোশত কিংবা সবজি আলাদা করে নিয়ে তা ডালে মেখে খেলেও চর্বির পরিমাণ কিছুটা কমে।

ডা. আলমগীর মতি                                                                                                                  হারবাল গবেষক ও চিকিৎসক                                                                                                          মডার্ন হারবাল গ্রুপ, ঢাকা।                                                                                                            দৈনিক যুগান্তর , ১৩ জুলাই ২০১৮

LEAVE A REPLY