দাঁত ঝকঝকে সাদা করবে হলুদ গুঁড়া

0
42

কথায় বলে হাসিতে মুক্তা ঝরে। মুক্তা ঝরানো হাসি কে না পছন্দ করে বলেন। তবে সুন্দর হাসির জন্য পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে সাদা দাঁতের প্রয়োজন হয়।

দাঁতে হলদেটে ভাব থাকলে একেবারেই দৃষ্টিকটু লাগে।

অনেকে আবার এর জন্য বিব্রতবোধ করে থাকেন। একটু সতর্ক হলেই কিন্তু দাঁত সম্পর্কিত যেকোনো ঝামেলাই এড়ানো সম্ভব। আপনি জেনে অবাক হবেন যে শুধু হলুদ দিয়েই দূর করতে পারবেন দাঁতের হলদে ভাব।

হলুদের গুঁড়োর ব্যবহার

অনেকের ধারণা হলুদের গুঁড়ো বা হলুদ দাঁতের রঙ হলদেটে করার জন্য দায়ী। আসলে কিন্তু তা নয়, বরং হলুদ দাঁত সাদা করতে খুবই কার্যকরী। বিশেষ করে হলুদের মূল। হলুদ বেটে নিয়ে কিংবা হলুদ গুঁড়াতে সামান্য পানি দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন। ব্যস, খুবই দ্রুত ঝকঝকে সাদা দাঁত পেয়ে যাবেন।

সতর্কতা

এই ধরনের দাঁত সাদা করার পদ্ধতিগুলো তাৎক্ষণিকভাবে খুবই কার্যকরী। কিন্তু খুব বেশি এবং ঘন ঘন এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন না। এতে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে।

দাঁতের হলদেটে ভাব অবহেলা না করে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। আর সুস্থ দাঁতের জন্য বছরে এক ডেন্টিস্টের কাছে যান।

LEAVE A REPLY