খাসির শাহি রেজালা

0
28
টক দইটার্ম মুছে ফেলুন: পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার্ম মুছে ফেলুন: ভাজা পেঁয়াজবাটা ভাজা পেঁয়াজবাটাটার্ম মুছে ফেলুন: ঘি ঘিটার্ম মুছে ফেলুন: কিশমিশ কিশমিশটার্ম মুছে ফেলুন: গোলাপজল গোলাপজলটার্ম মুছে ফেলুন: তেল তেলটার্ম মুছে ফেলুন: গরম মসলা গরম মসলাটার্ম মুছে ফেলুন: পেস্তাদানাবাটা পেস্তাদানাবাটাটার্ম মুছে ফেলুন: বাদাম বাদামটার্ম মুছে ফেলুন: খাসির মাংস খাসির মাংস
খাসির শাহি রেজালা

উপকরণ: 

খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভাজা পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, ঘি ও তেল আধা কাপ, গরম মসলা কয়েকটি, কাঁচা মরিচ ৫-৬টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেস্তাদানাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, কিশমিশবাটা দেড় চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, আলু বোখারা কয়েকটি ও গোলাপজল ১ চা-চামচ।

প্রণালি:

খাসির মাংসে টক দই মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। ঘি ও তেল একসঙ্গে গরম করে এতে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে নাড়ুন। সব মসলা দিয়ে কষান, মাংস দিয়ে কয়েক মিনিট নাড়ুন, এরপর ঢেকে দিন। তেল ওপরে উঠে মাংস সেদ্ধ হয়ে গেলে আলু বোখরা ও গোলাপজল দিয়ে নামিয়ে নিন।

প্রথম আলো , ২৯ জুলাই ২০১৮

LEAVE A REPLY