ত্বক ও নখ কেরাটিন দিয়ে তৈরি। নখের সাহায্যে আমরা কোনো কিছু ধরতে পারি। নখে নানারকম অসুখ হতে পারে। ফুসফুস বা হার্টের অসুখ বা রক্তস্বল্পতা থেকে নখে পরিবর্তন আসে।
নখে সাদা দাগ :
ফাঙ্গাসের কারণে হতে পারে। নখের পাশের ত্বকে সংক্রমণের কারণেও সাদা দাগ হতে পারে। কয়েক মাসের মধ্যে এ দাগ চলে না গেলে ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
নখ ভেঙে যাওয়া :
খুব বেশি সাবান ব্যবহার, নেইল পলিশ ব্যবহার থেকে নখ ভেঙে যেতে পারে।
অনেকের নখ মোটা হয়ে হলুদ হয় ও খসে পড়ে। এটি ছত্রাক দিয়ে হয়।
নখ ভেঙে গেলে ল্যাকটিক এসিড ও ইউরিয়াযুক্ত ক্রিম প্রতিরাতে ব্যবহার করতে পারেন। প্রচুর প্রোটিনযুক্ত খাবার খাবেন। নখে নেইল পলিশ ও রিমুভার বেশি ব্যবহার করবেন না। আঁশযুক্ত খাবারও খাবেন।
পায়ের নখ ভেতরে ঢুকে যাওয়া :
নখ বড় হওয়ার সময় ভেতরে ঢুকে গেলে এমন হয়। লাল হয়ে মরেও প্রচণ্ড ব্যথা হয়। ইনফেকশনের কারণেও এমন হয়। এ ক্ষেত্রে যথাযথ ফিট হয় এমন জুতা পরবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন।
নখের পেছনে ফুলে ব্যথা হয় :
গৃহবধূদের বেশি হয়। অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট ও মলম ব্যবহার করতে হয়।
ডা. দিদারুল আহসান ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। দৈনিক যুগান্তর , ১৫ জুলাই ২০১৮