মিনি কোল্ড চিজ কেক

0
56
ফ্রেশ ক্রিমটার্ম মুছে ফেলুন: চিজ ক্রিম চিজ ক্রিমটার্ম মুছে ফেলুন: টক দই টক দইটার্ম মুছে ফেলুন: চিনি চিনিটার্ম মুছে ফেলুন: জেলাটিন পাউডার জেলাটিন পাউডারটার্ম মুছে ফেলুন: লেবু লেবুটার্ম মুছে ফেলুন: স্ট্রবেরি জেলি স্ট্রবেরি জেলিটার্ম মুছে ফেলুন: চকলেট চকলেটটার্ম মুছে ফেলুন: বিট বিটটার্ম মুছে ফেলুন: উপকরণ উপকরণ
মিনি কোল্ড চিজ কেক

উপকরণ:

ফ্রেশ ক্রিম ২০০ গ্রাম, চিজ ক্রিম ২০০ গ্রাম, টক দই ১২৫ মিলিলিটার, চিনি ১৫০ গ্রাম, জেলাটিন পাউডার ৮ গ্রাম, লেবুর খোসা কুচি আধা চা-চামচ, সাজানোর স্ট্রবেরি জেলি ও চকলেট সিলভার বল পরিমাণমতো।

আরও জানুনঃ মিষ্টি আলুর প্যানকেক

প্রণালি:

একটি পাত্রে কিছু সময় জেলাটিন পাউডার পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখুন। এবার ফ্রেশ ক্রিম আধা বিট করুন। তারপর চিজ ক্রিম ও চিনি বিট করুণ। তারপর টক দই ভালোভাবে মেশাতে হবে। আধা বিট করা ক্রিম ওই মিশ্রণের সঙ্গে মেশাতে হবে। এবার হৃদয়াকৃতির পাত্রে ঢালুন ও ডিপ ফ্রিজে কমপক্ষে ৭-৮ ঘণ্টা রাখুন। সবশেষে ওপরে স্ট্রবেরি জ্যাম ও হৃদয়াকারে চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

প্রথম আলো , ০৩ জুলাই ২০১৮

LEAVE A REPLY