হৃদরোগে মাথাব্যথা

0
43
উচ্চ রক্তচাপটার্ম মুছে ফেলুন: মাথার ব্যথা মাথার ব্যথাটার্ম মুছে ফেলুন: ডায়াস্টোলিক ডায়াস্টোলিকটার্ম মুছে ফেলুন: কোলেস্টেরল কোলেস্টেরলটার্ম মুছে ফেলুন: শ্বাসকষ্ট শ্বাসকষ্টটার্ম মুছে ফেলুন: রক্তের চর্বির রক্তের চর্বিরটার্ম মুছে ফেলুন: ইসিজি ইসিজিটার্ম মুছে ফেলুন: বুকের এক্স-রে বুকের এক্স-রেটার্ম মুছে ফেলুন: ইকোকার্ডিওগ্রাম ইকোকার্ডিওগ্রামটার্ম মুছে ফেলুন: নাইট্রেট নাইট্রেটটার্ম মুছে ফেলুন: এনজিওগ্রাম এনজিওগ্রামটার্ম মুছে ফেলুন: হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক
হৃদরোগে মাথাব্যথা

আলম ৩৪ বছর বয়স। গত ২ মাস ধরে মাথার ব্যথায় ভুগছেন। রোগীর অন্যান্য পরীক্ষার পাশাপাশি রক্তচাপ মেপে দেখা গেল রক্তচাপ অনেক বেশি। সিস্টোলিক রক্তচাপ ১৬০ মিমি পারদ ও ডায়াস্টোলিক রক্তচাপ ১০০ মিমি পারদ

উনার উচ্চ রক্তচাপের একটি ওষুধ দেয়ার পাশাপশি অতিরিক্ত লবণ না খাওয়ার ও অন্যান্য সুস্থ জীবনযাত্রার পরামর্শ দেয়া হল। ৩ দিন পর উনি ফলোআপে আসলে জানালেন যে মাথাব্যথা কম ও রক্তচাপ মেপে দেখা গেল যে সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ এখন স্বাভাবিক। উনাকে নিয়মিত ওষুধ খাবার পাশাপাশি সুস্থ লাইফস্টাইল পালনের পরামর্শ দেয়া হল।

আলী ৪৫ বছর বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল রোগে ভুগছেন, ৫ বছর ধরে ধূমপান করেন। নিয়মিত ওষুধ খান না ও সুস্থ জীবনযাত্রার নিয়মানুযায়ী চলেন না।

গত ১ মাস আগে বুকে প্রচণ্ড ব্যথা হলে হাসপাতালে ভর্তি হন ও রিপোর্টে দেখা যায় উনার একটি বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। উনার এনজিওগ্রাম করে ব্লক পাওয়া যাওয়ায় একটি রিং বসানো হল ও নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি সুস্থ জীবনযাত্রার পরামর্শ দেয়া হল।

কয়েকদিন ওষুধ খাবার পর উনি জানালেন যে একটি ওষুধ খাবার পর উনার খুব মাথাব্যথা হয়। উনার নাইট্রেট জাতীয় ওষুধের মাত্রা ও প্রিপারেশনের ধরন পরিবর্তন করা হল। ৭ দিন পর ফলোআপে আসলে রোগী জানালেন যে ওষুধ খেলে উনার আর এখন মাথাব্যথা হয় না।

মিসেস হক ৪৪ বছর বয়স গত ৩ মাস ধরে পরিশ্রমে শ্বাসকষ্ট অনুভব করেন ও মাঝে মাঝে প্রচণ্ড মাথাব্যথা হয়। উনার ডায়াবেটিস নেই, রক্তচাপ স্বাভাবিক, রক্তের চর্বির মাত্রা স্বাভাবিক। উনার অন্যান্য পরীক্ষার পাশাপাশি ইসিজি, বুকের এক্স-রে ও পরীক্ষার পরামর্শ দেয়া হল।

ইসিজি ও বুকের এক্স-রে রিপোর্ট অস্বাভাবিক ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় দেখা গেল হৃদযন্ত্রের দুই অলিন্দের মাঝখানের পর্দায় একটি ছোট ছিদ্র। এ ছিদ্র যন্ত্রের মাধ্যমে বন্ধ করার পর উনার শ্বাসকষ্ট ও মাথাব্যথা কমে গেল।

প্রফেসর (ডা.) মো. তৌফিকুর রহমান (ফারুক)                                                                                 মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ                                                                                                          চেম্বার : মেডিনোভা, মালিবাগ মোড, হোসাফ টাওয়ার                                                                          দৈনিক যুগান্তর , ১৩ জুলাই ২০১৮

LEAVE A REPLY