পাস্তার গুনাগুন

0
70
প্রচুর পরিমাণে ক্যালরি রয়েছেটার্ম মুছে ফেলুন: উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবারটার্ম মুছে ফেলুন: শরীরে প্রোটিনের অভাব পূরণ করে শরীরে প্রোটিনের অভাব পূরণ করেটার্ম মুছে ফেলুন: এতে রয়েছে খাদ্য আঁশ এতে রয়েছে খাদ্য আঁশটার্ম মুছে ফেলুন: এটি খেলে খুবই দ্রুত শক্তি সঞ্চয় হয় এটি খেলে খুবই দ্রুত শক্তি সঞ্চয় হয়টার্ম মুছে ফেলুন: যাঁদের উচ্চ রক্তচাপ যাঁদের উচ্চ রক্তচাপটার্ম মুছে ফেলুন: কার্ডিয়াক সমস্যা আছে কার্ডিয়াক সমস্যা আছেটার্ম মুছে ফেলুন: ছোটদের জন্য পাস্তা তৈরি করা হয় ছোটদের জন্য পাস্তা তৈরি করা হয়
পাস্তা গুনাগুন

আসুন জেনেনি পাস্তার গুনাগুন ঃ-

  • প্রচুর পরিমাণে ক্যালরি রয়েছে। তাই এ উপকরণটি শরীরের জন্য বেশ উপকারী।
  • উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। শরীরে প্রোটিনের অভাব পূরণ করে।
  • এতে রয়েছে খাদ্য আঁশ। তাই এটি খেলে খুবই দ্রুত শক্তি সঞ্চয় হয়।
  • যদি মাখনের সঙ্গে গ্রেভি করে তৈরি করা হয়, তবে তাতে ক্যালরির পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যায়।
  • অন্যদিকে মাংস ও সবজির সঙ্গে তৈরি করলে পুষ্টিগুণ হবে ভিন্ন ধরনের।
  • ছোটদের জন্য পাস্তা তৈরি করা হলে কিংবা যাঁদের উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক সমস্যা আছে, তাঁদের জন্য সঙ্গে দেওয়া মসলা পরিহার করতে হবে।
    প্রথম আলো , ০৩ জুলাই ২০১৮

LEAVE A REPLY